জামিনে এসে বাদীকে হত্যার হুমকির অভিযোগ

নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী গ্রামে মানবপাচার মামলার আসামি শাকিল হোসেন (৩৭) জামিনে মুক্তি পেয়ে এসে বাদীকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ মামলার অপর আসামি রাজিবুল ইসলাম রাজিবও বাদীকে নানা ভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় বাদি কদমতলা গ্রামের খাজা শেখ গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) রাতে কালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মামলার বিবরণে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার কদমতলা গ্রামের খাজা মিয়া শেখের মেয়ে মিতা খানমকে ফ্রান্সে পাঠানোর কথা বলে ভারতে পাচারের অভিযোগে গত ৬ ডিসেম্বর মামলা দায়ের হয়। খাজা মিয়া বাদি হয়ে খুলনার হরিণটানা থানায় শাকিল হোসেন, রাজিবুল ইসলাম রাজিব, রাকিবুল ইসলাম রাতুল, মমিনুল ইসলাম সাগর ও পিয়ারী বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

চাঁচুড়ী গ্রামের সাব্বির রহমান মনু মোল্যার ছেলে মামলার প্রধান আসামি শাকিলকে গত ৬ ডিসেম্বর রাতে চাঁচুড়ী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ৯ ডিসেম্বর  আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হরিণটানা থানার এসআই রফিকুল ইসলাম।

এসময় আসামিপক্ষের আইনজীবী আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে শাকিলকে কারাগারে পাঠান। গত ১২ ডিসেম্বর খুলনা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৪ এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার আহম্মেদ শাকিলের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় প্রায় এক মাস কারাগারে থাকার পর গত ২৭ ডিসেম্বর শাকিল জামিনে মুক্তি পান। এদিকে, এজাহারভুক্ত পাঁচ আসামির মধ্যে শাকিল ছাড়া অন্যদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগীরা জানান, শাকিল সংঘবদ্ধ মানবপাচার চক্রের মূলহোতা। গ্রামের সহজ-সরল নারীদের বিদেশ নেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা আত্মসাত করে ভারতসহ বিভিন্ন দেশে পাচার করে দেন।

কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) রতনুজ্জামান বলেন, মানবপাচার মামলার বাদিকে হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //