লক্ষ্মীপুরে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

লক্ষ্মীপুরে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এসময় পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আজ শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ তেমুহনী এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, একটি মোটরসাইকেলযোগে দুই যুবক এসে ডিসির বাংলোর সামনে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায়।

ডিসির বাসভবনের সামনে কাকলী শিশু অঙ্গন স্কুল। সেই স্কুলে পৌরসভার (১২ নম্বর ওয়ার্ড) ১ নম্বর ভোটকেন্দ্র। রাত-পোহালেই জাতীয় সংসদ নির্বাচন। ধারণা করা হচ্ছে, ভোটারদের মাঝে আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। নিরাপত্তার জন্য সকল ভোটকেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন রয়েছে বলেও জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //