হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

হবিগঞ্জ শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও শায়েস্তানগর এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ও দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (৬ ডিসেম্বর) রাত প্রায় ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত ৮টার দিকে মুসলিম কোয়ার্টার থেকে সবুজবাগ পর্যন্ত শহরের প্রধান সড়কে হরতালের সমর্থনে বিএনপির কর্মীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় আতঙ্কে ওই এলাকার দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

এর পরপরই শায়েস্তানগর এলাকায় একটানা ককটেল বিস্ফোরণ হয়। তখন সেখানে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়া হয়। এছাড়াও দুটি মোটরসাইকেলে ভাঙচুর করা হয়। এতে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের এএসপি (মিডিয়া) হাসিবুল ইসলাম বলেন, বিএনপির কর্মীরা শহরের একাধিক স্থানে শতাধিক ককটেল বিস্ফোরণের পাশাপাশি একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তারা দুটি মোটরসাইকেলেও আগুন দিয়েছে। তবে এসব ঘটনায় নির্বাচনে কোনো সমস্যা হবে না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //