রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার দেওয়া আগুনে এই অগ্নিকাণ্ডের সূচনা বলে জানা গেছে।

আজ রবিবার (৭ জানুয়ারি) রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ারসার্ভিসের একাধিক টিম কাজ করছে।

রবিবার (৭ জানুয়ারি) রাত ১ টার দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের সাব ব্লক এ/৮ এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল।

তিনি জানান, হঠাৎ ক্যাম্প -৫ এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ারসার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছে। কে বা কারা আগুন দিয়েছে অথবা আগুনের সুত্রপাত সম্পর্কে এখনই বলা যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

তবে হোয়াটসঅ্যাপে প্রেরিত একটি ভিডিওতে বলতে শোনা গেছে রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী 'আরসা'র সদস্যরা এই আগুন ধরিয়ে  দিয়ে ক্যাম্পে অরাজকতা সৃষ্টি করতে উঠেপড়ে লেগেছে। তারা ক্যাম্পে মানুষ হত্যার পাশাপাশি এখন আগুন দিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা  করছে বলে জানা গেছে। 

রোহিঙ্গা কমিউনিটি নেতা হামিদ উল্লাহ বলেন, রাত ১ টার দিকে আরসা সন্ত্রাসীরা ৫ নম্বর ক্যাম্পে প্রবেশ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে। এতে রাত ২ টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //