চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনএম প্রার্থীর ভোট বর্জন

ভোটগ্রহণে কারচুপির অভিযোগ এনে এবারে ভোট থেকে সরে দাঁড়ালেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনএমের প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন। রবিবার (৭ জানুয়ারি) দুপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান প্রার্থী নিজেই। মতিনের অভিযোগ-কেন্দ্রে প্রার্থীকে ঢুকতে না দেয়া, এজেন্টদের হুমকি ও কেন্দ্র থেকে বের করে দিচ্ছে প্রতিপক্ষরা।

আব্দুল মতিন জানান, প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ভোটের আশ্বাস দেয়া হলেও ভোটের দিন চিত্র পুরোটাই পাল্টে যায়। এসময় বেশ কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়ার পাশপাশি আরও কয়েকটি কেন্দ্রে দায়িত্বরত এজেন্টদের ওপর হুমকিও দেয়া হয়েছে। 

পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে তাকে কেন্দ্রে ঢুকতে দেয়নি নৌকার সমর্থকরা বলেও অভিযোগ করেন তিনি। 

তিনি অভিযোগে জানান, এ অবস্থায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। নির্বাচনী পরিবেশ নিয়ে আগেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। প্রশাসনের পক্ষ থেকেও নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আশ্বাস দেয়া হলেও শেষ পর্যন্ত নির্বাচনী সুষ্ঠু পরিবেশ না থাকায় ভোট বর্জন করলাম।

তবে বিএনএমের প্রার্থীর অভিযোগের আগে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন সংবাদিকদের জানিয়েছিলেন, সারা জেলায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //