সাতক্ষীরা-১ আসনে সহকারী প্রিসাইডিং অফিসারসহ বহিষ্কার ৩

সাতক্ষীরা-১ আসনের তালা উপজেলার মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসার নব কুমার পাইনসহ ৩ জনকে বহিষ্কার করা হয়েছে। আজ রবিবার (৭ জানুয়ারি) তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন বহিষ্কারের ঘটনা নিশ্চিত করেছেন। 

বহিষ্কৃত অন্যরা হলেন, পোলিং অফিসার শাহাজউদ্দিন ও পোলিং অফিসার জি এম বারাকাত হুসাইন।

অভিযোগ পাওয়ার পর সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়ায় তাদের বহিষ্কার করেন।

মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার উদয় কুমার জানান, মানিকহার গ্রামের শামায়েল সরদার (ভোটার নং ০৪৫৫) বেলা ১১টার দিকে ভোট দিতে এসে দেখেন কে বা কারা তার ভোট দিয়ে গেছে। অভিযোগ পাওয়ার পর ১০ মিনিটের জন্য ওই বুথে ভোটগ্রহণ বন্ধ ছিল।

পরে ওই বুথে কর্তব্যরত সহকারী প্রিসাইডিং অফিসার ও দুজন পোলিং অফিসারকে বহিষ্কার করা হয়েছে। পরে টেন্ডার ভোটের মাধ্যমে অভিযোগকারী শামায়েল সরদারের ভোট নেয়া হয়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার।

জেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, জাল ভোটের ঘটনা জানতে পেরেছেন। বহিষ্কারের ঘটনাও ঘটেছে।

এ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবর রহমান (সরদার মুজিব) বলেন, আমি মানিকহার ভোটকেন্দ্রে গিয়ে জাল ভোটের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানাই। পরে তিনি ব্যবস্থা নিয়েছেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //