ইউপি চেয়ারম্যান থেকে এমপি হলেন শহিদুল

টানা দুইবার ইউপি চেয়ারম্যান এবং একবার উপজেলা চেয়ারম্যান থাকার পর এবার জাতীয় সংসদ সদস্য হলেন শেরপুর-৩ আসনের নৌকা প্রতীকের এডিএম শহিদুল ইসলাম।

এডিএম শহিদুল ইসলাম শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়ে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী এসএমএ ওয়ারেজ নাঈমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ২ হাজার ৪৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নাঈম ভোট পেয়েছেন ৪৬ হাজার ২২৮ ভোট।

বিজয়ী শহিদুল ইসলাম বিগত ২০১১ ও ২০১৬ সালে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এবং ২০১৯ সালে শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি এবার আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাঈমও ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনিও স্বতন্ত্র নির্বাচন করার জন্য চেয়ারম্যান পর থেকে পদত্যাগ করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //