জালভোট দেওয়ার কথা স্বীকার করে সমালোচনার মুখে প্রিজাইডিং অফিসার

জালভোট দেওয়ার কথা স্বীকার করেছেন আবদুল জলিল নামে লালমনিরহাটে এক ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরায় সমালোচনার মুখে পড়েছেন ওই প্রিজাইডিং অফিসার।

লালমনিরহাট-২ (আদিতমারী ও কালিগঞ্জ) আসনের কালিগঞ্জ উপজেলার ভুল্যারহাট আশরাফিয়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন তিনি। 

গতকাল রবিবার (৭ জানুয়ারি) ওই কেন্দ্রের ৩নং বুথে ভোট চলাকালীন সময় বেলা ১২টার দিকে জালভোট দেওয়ার অভিযোগ উঠে।

স্থানীয় সাংবাদিকদের দেওয়া ওই ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, তারা জোর-জবরদস্তি করেছিলো, আমরা অনুরোধ করেছি, আপনারা একরম করবেন না, আমাদের পক্ষে সম্ভব না। জোর-জবরদস্তি করে তারা দুই-একটা ভোট বেশি দিয়েছে। জালভোট দেওয়ার এমন স্বীকারোক্তি মূলক বক্তব্য এখন নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। 

ওই বুথের সহকারী প্রিজাইডিং কর্মকর্তার কাছে থাকা ভোটার তালিকা বইয়ের টিক চিহ্নের সাথে ভোটার ব্যালট পেপারে ভোটারদের স্বাক্ষর করা সিরিয়ালে গরমিল পায় স্থানীয় সাংবাদিকরা। এসময় ভোটার ব্যালট পেপারের স্বাক্ষর হিসাব করে ২০৯টি পাতা পাওয়া গেলেও ভোটার তালিকা বইয়ের টিক চিহ্ন হিসাব করে পাওয়া যায় ১৭৭টি। এসময় হিসাবের বাইরে ৩২টি ভোট কিভাবে পড়েছে এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা।

এদিকে খবর পেয়ে টহল পুলিশ ওই কেন্দ্রে ছুটে এলে দ্রুত সরে যায় কেন্দ্রের আশপাশে অবস্থান নেওয়া লোকজন। 

এসময় জালভোটের বিষয়টি এড়িয়ে গিয়ে লালমনিরহাট সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, আমরা যেখানেই খবর পাচ্ছি, তাৎক্ষণিক সেখানে ছুটে যাচ্ছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //