নাটোরে জামানত হারিয়েছেন ২৪ প্রার্থী

নাটোরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪টি আসনে লাঙ্গল, কুলা, হাতুড়ি ও মশালসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন।

গত রবিবার (৭ জানুয়ারি) নির্বাচনে মোট ভোটের ২৫ শতাংশ ভোট না পাওয়ায় এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু নাছের ভূঁইয়ার দেয়া নির্বাচনী ফলাফল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর মধ্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) ৭ জন, নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) ৩ জন, নাটোর-৩ (সিংড়া) ৭ জন এবং নাটোর-৪(বড়াইগ্রাম-গুরুদাসপুর) ৭ জন প্রার্থী রয়েছেন।

নাটোর-১ আসনে জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন- বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাটোর জেলা শাখার সভাপতি, উত্তরবঙ্গ আখচাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল (হাতুড়ি) পেয়েছেন ৩ হাজার ৪৩০ ভোট; আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য লে. কর্নেল (অব.) মো. রমজান আলী সরকার (কাঁচি) পেয়েছেন ২ হাজার ৬১৪ ভোট; জাতীয় পার্টির ব্যারিস্টার মো. আশিক হোসেন (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৩৬ ভোট; স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায় (ঢেঁকি) পেয়েছেন ১ হাজার ১৩৬ ভোট; জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (ইনু) ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম হোসেন (মশাল) পেয়েছেন ৮১৭ ভোট; জাসদ স্বতন্ত্র মো. জামাল উদ্দিন ফারুক (ট্রাক) পেয়েছেন ৪৬৮ ভোট এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. লিয়াকত আলী (একতারা) পেয়েছেন ৪৫১ ভোট।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৯ হাজার ৩৬৯ জন। এর মধ্যে ১ লাখ ৭০ হাজার ২৪৯ জন ভোট দিয়েছেন এবং বাতিল ভোট ৫ হাজার ৪০৭টি। নিয়ম অনুযায়ী ২৫ শতাংশ ভোট হবে ৪২ হাজার ৫৬২টি।

নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) ৩ জন জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন- নাটোর জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. নুরন্নবী মৃধা (লাঙ্গল) পেয়েছে ২ হাজার ৭১৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টির মোহাম্মদ বজলুর রশিদ (ডাব) পেয়েছেন ৮৩৯ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. শরিফুল ইসলাম (মশাল) পেয়েছেন ৫৮০ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৪১ জন এবং বাতিল ভোট ৫ হাজার ৩২১টি।

নাটোর-৩ (সিংড়া) ৭ জন জামানত হারিয়েছেন। তারা হলেন- জাতীয় পার্টির মো. আনিছুর রহমান (লাঙ্গল) পেয়েছেন ৭৭৯ ভোট, বিকল্পধারা বাংলাদেশের মো. আনোয়ার হোসেন (কুলা) পেয়েছেন ২৩০ ভোট; তৃণমূল বিএনপির মো. আবুল কালাম আজাদ (সোনালী আঁশ) পেয়েছেন ২১৯ ভোট; স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুন (ট্রাক) পেয়েছেন ১২৪ ভোট; বাংলাদেশ কংগ্রেসের মো. আমিরুল ইসলাম (ডাব) পেয়েছেন ২০৮ ভোট; তরিকত ফেডারেশনের (বিটিএফ) মো. আলতাফ হোসেন (ফুলের মালা) পেয়েছেন ৬৫ ভোট এবং সাবেক উপজেলা চেয়ারম্যান বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মো. মিজানুর রহমান মিজান (হাতুরি) পেয়েছেন ৬৩৮ ভোট।

এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৪৭০ জন। তার মধ্যে ২ লাখ ১৩ হাজার ২৭৩টি ভোট প্রদান করা হয়। এখানে বাতিল ভোট ৩ হাজার ৯১৩টি।

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) ৭ জন জামানত হারিয়েছেন, তারা হলেন- জাতীয় পার্টির মো. আলাউদ্দিন মৃধা (লাঙ্গল) পেয়েছেন ২৮৬ ভোট; তৃণমূল বিএনপির মো. আব্দুল খালেক সরকার (সোনালী আঁশ) পেয়েছেন ৭২ ভোট; জাতীয় পার্টির-জেপি এস এম সেলিম রেজা (বাইসাইকেল) পেয়েছেন ২৫৩ ভোট; বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) গাজী আবু সায়েম রতন (নোঙ্গর) পেয়েছেন ১৪০ ভোট; বাংলাদেশ কংগ্রেসের শান্তি রিবারু (ডাব) পেয়েছেন ২৭৩ ভোট; আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম (ঈগল) পেয়েছেন ১ হাজার ২৯১ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সুজন আহমেদ (দোলনা) পেয়েছেন ২ হাজার ৭১৫ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৭৯৪ জন। এর মধ্যে প্রদত্ত ভোট ১ লাখ ৮৪ হাজার ৭০৫টি এবং বাতিল ভোট ৩ হাজার ৯৫টি।

উল্লেখ্য, নাটোরের চারটি আসনের মধ্যে তিনটিতে নৌকা এবং লালপুর বাগাতিপাড়া ১ আসনে স্বতন্ত্র প্রার্থী বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। রবিবার রাত ১০টায় ভোটের ফলাফল ঘোষণা করা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু নাছের ভূঁইয়া। এর আগে এদিন চারটি আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //