বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই হয়েছে। আজ বুধবার (১০ জানুয়ারি) দুপুরে  উপজেলা মোড়ে ডা. সন্তোষ দাসের মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ এই ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এই ঘটনায় মার্কেটটিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এজেন্সি অফিস থাকায় গুরুত্বপূর্ণ অনেক পার্সেল পুরে ছাই হয়ে যায়। এছাড়াও মার্কেটে একটি কম্পিউটার ও ফটোকপির দোকান, দুইটি বিকাশের দোকান, একটি ইলেকট্রনিকের দোকান, দুইটি মুদি দোকান, একটি কনফেকশনারির দোকান ও নতুন একটি সিএনজি সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায়। পাশাপাশি আশেপাশের আরো কয়েকটি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রক্ষদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সহযোগিতা করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //