মহেশপুরে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ঝিনাইদহ সীমান্ত এলাকা থেকে এক স্বর্ণ চোরাচালানিসহ ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। আজ বুধবার (১৭ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।

আটককৃত চোরাকারবারি- রিমন হোসেন (২০) ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা বাগানপাড়া  গ্রামের হযরত আলীর ছেলে।

৫৮ বিজিবি অধিনায়কর মাসুদ পারভেজ রানা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে রিমনকে আটক করে। এসময় সাদা কাপড়ের ভেতরে ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম (৪০টি স্বর্ণের বার) জব্দ করা হয়। আটককৃত স্বর্ণের বারের মূল্য ৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৪৭১ টাকা। 

পরবর্তীতে  আটককৃত আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //