রাজশাতে হারিয়ে যাওয়া ১৫ মোবাইল ফোন উদ্ধার

রাজশাহী জেলার মোহনপুর থানা এলাকা থেকে হারানো ১৫ মোবাইল ফোন ও ভুল নম্বরে চলে যাওয়া ৮৯ হাজার ৯৯০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলেন জেলা পুলিশের এসআই ইব্রাহিম খলিলুল্লাহ। 

আজ বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে হারানো মোবাইল ফোন ও অনলাইন ব্যাংকিংয়ের ভুল নম্বরে যাওয়া টাকা আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে তুলে দেয়া হয়। 

ফোন মালিকরা হারিয়ে যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে এসআই ইব্রাহিম খলিলুল্লাহসহ পুলিশ সদস্যদেরকে সাধুবাদ জানান। তারা বলেন, তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করতে কোন টাকা পুলিশকে দিতে হয়নি।

মোহনপুর থানায় কর্মরত এসআই ইব্রাহীম খলিলুল্লাহ বলেন, থানায় করা জিডির ভিত্তিতে তদন্ত চালিয়ে এসব মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এতে রাজশাহী জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্ এবং মোহনপুর থানার ওসির পরিপূর্ণ সহযোগিতা ছিল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //