কক্সবাজারে পৃথক স্থান থেকে আইস ও ইয়াবা জব্দ, রোহিঙ্গাসহ গ্রেপ্তার ২

কক্সবাজারে দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫৮ হাজার ইয়াবা নিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব৷ আজ বুধবার (১৭ জানুয়ারি) পৃথক অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- খাইরুল বশর (৩২) জাদিমুরা এলাকার নজির আহম্মদের ছেলে ও রোহিঙ্গা আবদুল আমিন (৩০)। 

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার ( আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

আবু সালাম চৌধুরী বলেন, মিয়ানমার থেকে অবৈধভাবে ক্রিস্টাল মেথ পাচার হয়ে আসার খবর পায় র‌্যাব। এ খবরের ভিত্তিতে বুধবার বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান শুরু করে। এসময় সেখানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে খাইরুল পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে খাইরুলকে আটক করে র‌্যাব সদস্যরা। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ১০ কোটি টাকা মূল্যের ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। 

অপর দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের অভিযান চালিয়ে ৫৮ হাজার ইয়াবাসহ আবদুলকে আটক করা হয়েছে। ইয়াবা বেচাকেনার সময় তাকে আটক করা হয়েছে। 

এ ব্যাপারে টেকনাফ ও উখিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তা আবু সালাম চৌধুরী। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //