নিয়ম অনুযায়ী আমরাই বিরোধী দল: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নিয়ম অনুযায়ী আমরাই বিরোধী দল হবো। তবে আনুষ্ঠানিকভাবে এখনো চিঠি বা ঘোষণা পাইনি। জাতীয় পার্টি সংসদে এবং বাইরে সব সময় সরকারের ভুলের বিষয়ে কথা বলা অব্যাহত রাখবে, জনগণের কথা বলবে।

আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুর ৩টায় রংপুর মহানগরীর পৈত্রিক নিবাস স্কাইভিউতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংসদে জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, সরকারের সামনে দুটি চ্যালেঞ্জ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং রাজনৈতিক অস্থিরতা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কতটুকু সক্ষম হবে সেটা এখনই বলা যাচ্ছে না। এসময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক প্রমুখ।

রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকলে পরিস্থিতি সামলানো কঠিন হতে পারে জানিয়ে জিএম কাদের বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। ফলে  দিন দিন মানুষের ক্ষোভ বাড়ছে ব্যাপক। তার সঙ্গে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকলে সরকারের পক্ষে পরিস্থিতি সামলানো খুব কঠিন হতে পারে। তাই এদিকে সরকারকে মনোযোগ দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

জিএম কাদের আরো বলেন, নিত্য প্রয়োজনীয়ও  দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়েই চলেছে। এটা যে বাড়বে তা অনেক দিন ধরেই অর্থনীতিবিদরা বিশ্লেষণ করে আসছিলেন। নির্বাচনের পর থেকে ধীরে ধীরে অর্থনীতির পরিস্থিতি অনেক খারাপের দিকে যাচ্ছে। এজন্য এর প্রভাব জনজীবন ও রাজনীতিতে পড়তে শুরু করেছে। সরকারকে এ বিষয়ে সতর্কতার সাথে নজর দেওয়া উচিত।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //