শীতে কাঁপছে কুড়িগ্রাম, সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

ঘন-কুয়াশা আর কনকনে ঠান্ডায় একেবারেই নাজেহাল হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষজন। এ অবস্থায় ঠান্ডার হাত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নেয়ার চেষ্টা করছেন অনেকেই। হেড লাইট জ্বালিয়েও ঠিকমতো চলতে পারছে না যানবাহন।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ঠান্ডার মাত্রা বেড়ে যাওয়ায় সবচেয়ে বিপাকে শ্রমজীবিরা। কাজের সন্ধানে বের হলেও কনকনে ঠান্ডায় বেশিক্ষন টিকতে পারছেন না তারা। গরম কাপড় না থাকায় তীব্র শীত কষ্টে ছিন্নমুলরা।

গত ৩ দিন ধরে ক্রমান্বয়ে নিম্নগামী হয়ে পড়া তাপমাত্রায় শৈত্য প্রবাহের প্রভাব হাড়ে হাড়ে টের পাচ্ছেন এ জেলার মানুষেরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //