নতুন শিক্ষা কার্যক্রম সংশোধন চেয়ে ঝিনাইদহে মানববন্ধন

সাম্প্রতিক সময়ে দেশের নতুন প্রণীত শিক্ষাকার্যক্রমে শিক্ষার্থীদের ইসলাম বিমুখ নাস্তিকতাবাদী শেখানোর দাবী করে ঝিনাইদহের পায়রা চত্বরে মানববন্ধন করেছে জেলা জাতীয় শিক্ষক ফোরাম।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় মানব বন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরাম ঝিনাইদহ জেলা শাখার শিক্ষকবৃন্দরা। 

এসময় তারা বর্তমান শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের ইসলাম বিমুখ নাস্তিকতাবাদী শেখানো হচ্ছে বলে মন্তব্য করেন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ মাহতাবের পদকে পুনর্বহাল করা, নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ ও পাঠ্যপুস্তক সংশোধন করা, শিক্ষকদের স্বতন্ত্র উচ্চতর বেতন কাঠামো এবং শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের মাধ্যমে মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করা সহ বিভিন্ন বিষয়ে সরকারকে আহ্বান করেন। অনতি বিলম্বে এই প্রতিবাদ কার্যক্রম কঠোর থেকে তীব্র কঠোর করা হবে বলে কঠিন হুশিয়ারি দেন।

এসময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ড. এইচ এম মোমতাজুল করিম ও জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি সহ অন্যান্যরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //