মুন্সীগঞ্জে ২৩৩ অবৈধ স্থাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়া এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানকালে ২৩৩টি অবৈধ দোকান ও স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তায় এই অভিযান চালানো হয়। সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) নাজমুল হুদার নেতৃত্বে অভিযানে অংশ নেয় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী এবং সড়ক ও জনপদ সংশ্লিষ্টরা। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা জানান, মুন্সীগঞ্জ সদরে যেখানেই অবৈধ স্থাপনা দেখতে পাচ্ছি সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনভর  সিপাহীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপদ, জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরের সরকারি জায়গা দখল করে ২৩৩টি অবৈধ স্থাপনা ও দোকান গড়ে তোলা হয়েছিল। তাই যথাযথ আইন মেনে সব উচ্ছেদ করা হয়েছে। এর মাধ্যমে দুই একরের অধিক সরকারি জায়গা দখল মুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।

তিনি আরও জানান, জেলার যেখানেই অবৈধ স্থাপনা থাকবে সেগুলো পর্যাক্রমে উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //