লক্ষ্মীপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’- এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) উদ্বোধন করা হয়েছে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। দিবসটি উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুইদিন ব্যাপী (৪ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি) বিজ্ঞান মেলা ও অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড এবং অষ্টম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় রবিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদ্মা সেন সিংহ, সহকারী কমিশনার (ভূমি) মকবুল আহমেদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব।

এসময় মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ের উপর ২৭টি স্টল বসানো হয়। মেলায় সেরা স্টলদের জন্য পুরুষ্কারসহ বিভিন্ন ইভেন্টে বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //