সীমান্তের ওপার থেকে আসা গোলাতে দুই জন নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম এলাকায় মিয়ানমারে সে দেশের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লাগাতার যুদ্ধের ঘটনায় সীমান্তের ওপার থেকে আসা গোলার আঘাতে দুই জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক জনপ্রতিনিধি।

নিহতরা হলেন- উপজেলার ঘুমধুম এলাকার জলপাইতলির বাসিন্দা হাসিনা বেগম (৫৫)। অপরজন মিয়ানমার নাগরিক রোহিঙ্গা। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য আনোয়ারুর ইসলাম আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এই তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গোলার আঘাতে হাসিনা বেগম মারা যান। এসময় তিনি ঘরে দুপুরে ভাত খাচ্ছিলেন। অপরজন রোহিঙ্গা কিন্তু তার বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। 

‘‘ঘুমধুম এলাকায় ভোর থেকে কখনও থেমে থেমে, কখনও লাগাতার প্রচন্ড গোলাগুলি চলে। দুপুর ৩টা পর্যন্ত ঘুমধুম এলাকার মিয়ানমার সীমান্তেও ওপারে ঢেঁকিবনিয়া বিজিপি ক্যাম্পে আগুন জ্বলতে দেখা গেছে। এসময় মিয়ানমার সীমান্তে আকাশ থেকেও হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হচ্ছে। সীমান্তবাসী রীতিমত আতঙ্ক থেকে আতঙ্কের মধ্যে রয়েছে। যে যার মত করে ভয়ে আশপাশে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে স্থানীয় লোকজন।’’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //