জাতীয় গ্রন্থাগার দিবস

৩০০ তরুণকে পড়ানো হলো বঙ্গবন্ধুর লেখা বই

‘গ্রন্থাগারে বই পড়ি স্মাট বাংলাদেশ গড়ি’- এই প্রতিপাদ্যে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে লালমনিরহাটে ৩০০ তরুণকে পড়ানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোচনামচা, আমার দেখা নয়া চীন বই তিনটি।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) জেলার আদিতমারী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গড়ে উঠা সারপুকুর যুব ফোরাম পাঠাগার এই ব্যতিক্রমী আয়োজন করে। 

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী ওই পাঠাগার প্রাঙ্গনে দিনব্যাপী ‘তারুণ্যের ভাবনায় বঙ্গবন্ধু’- শীর্ষক আলোচনা সভা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তব্য, বই পড়ায় উৎসাহ দিতে সেরা পাঠক প্রতিযোগিতা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ৫ জনকে সেরা পাঠক পুরস্কার এবং কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তব্যে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

সারপুকুর যুব ফোরাম পাঠাগারের সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পাঠাগারের উপদেষ্টা সহকারী অধ্যাপক সুনীল কুমার সূত্রধর, প্রধান শিক্ষক নমিতা রায় ও পাঠাগারের সাধারন সম্পাদক আব্দুল জলিল শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //