ফেনী সীমান্ত থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিল বিএসএফ

ফেনীর ছাগলনাইয়ায় সীমান্ত থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৯ পিলার পূর্ব ছাগলনাইয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

সোমবার রাতে ভারতের সমরগঞ্জ ও বাংলাদেশের ৯৯ পিলারের কাছে তারকাটা দিয়ে চিনির বস্তা বহনের কাজ করছিল শতাধিক শ্রমিক। এসময় বিএসএফ তাঁদের ধাওয়া করে। অনেকে পালিয়ে আসতে পারলেও মো. মহসিন, এমরান হোসেন, মো. রুবেল হোসেন, মো. নুর করিমসহ ২০ থেকে ২৩ জন শ্রমিক বিএসএফের হাতে ধরা পড়ে।

৪ বিজিবি ফেনীর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, ঘটনা সম্পর্কে অবগত হয়েছে ফেনী বিজিবি। তবে ‘ভুক্তভোগী অথবা ধরে নিয়ে যাওয়াদের স্বজনদের কেউ এখনও লিখিত অভিযোগ করেননি। সত্যতা পেলে বিধিমোতাবেক আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে বিএসএফের হাতে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পূর্ব ছাগলনাইয়া বিজিবি ক্যাম্পে তাদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিয়েছেন বলে জানিয়েছেন আটকৃতদের স্বজনরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //