ধামরাইয়ে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ঢাকার ধামরাইয়ে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে ফ্রেম হাউস ফুটওয়্যার লিমিটেড নামে একটি জুতা কারখানার শ্রমিকরা।

আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে ধামরাই পৌরসভার থানা বাসস্ট্যাণ্ড এলাকায় ঢাকাগামী লেন অবরোধ করে রাখেন ওই কারখানার প্রায় দুই হাজার শ্রমিক। এতে মহাসড়কে প্রায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানান, তাদের মাসিক বেতন ৭ হাজার ১০০ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই বেতনে তাদের স্বাভাবিক জীবন পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। শ্রমিকরা সর্বনিম্ন ১২ হাজার ৫০০ টাকা বেতনের দাবি জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা বললেও তারা দাবি মেনে নেননি। এরই জেরে শনিবার শ্রমিকরা কারখানা সংলগ্ন মহাসড়কে অবরোধ করেন।

ফ্রেম হাউস ফুটওয়্যার লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম প্রোডাকশন) জামান বসুনিয়া বলেন, পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির গেজেট হলেও জুতা কারখানা শ্রমিকদের বিষয়ে গেজেট হয়নি। এরপরও শ্রমিকরা দাবি জানিয়েছেন। কর্তৃপক্ষ আগামী মাসেই বর্ধিত বেতন দেওয়ার কথা ভাবছে। বিষয়টি প্রক্রিয়াধীন।

শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন খান বলেন, শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছে। মালিকপক্ষ বলছে, তাদের বিষয়ে গেজেট হয়নি। এ নিয়েই মূলত আন্দোলন। সকাল থেকে তারা সড়ক অবরোধ করে। তবে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সরাসরি লেনে যান চলাচল সচল হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //