হবিগঞ্জে লক্ষ্মীপেঁচার তিনটি ছানা বন বিভাগে হস্তান্তর

হবিগঞ্জে লক্ষ্মীপেঁচার তিনটি ছানা উদ্ধার করে বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের টাউন হল রোডে খোয়াই থিয়েটারের সামনে পেঁচার ছানাগুলো হস্তান্তর করা হয়।

এর আগে, থিয়েটারের নাট্যকর্মী জুবায়েদ হোসেন ও লিটন দাস লক্ষ্মীপেঁচার তিনটি ছানা দেখে বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলকে জানানো হয়। তিনি সেগুলো উদ্ধার করে বন বিভাগকে জানান।

সোমবার দুপুরে খোয়াই থিয়েটারে এসে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী ছানাগুলো তার কার্যালয়ে নিয়ে যান।

তোফায়েল আহমেদ বলেন, বাচ্চাগুলোর বয়স ১৫ থেকে ২০ দিন। উড়তে শিখিয়ে তাদের প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে। বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, লক্ষ্মীপেঁচা সচরাচর দেখা যায় না। আশা করছি, দ্রুত ছানা তিনটি সুস্থ হয়ে উঠবে।

হস্তান্তরকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৃতি সংরক্ষণ বিভাগে জিয়াউল হক রাজু, খোয়াই থিয়েটারের সহ-সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, সাধারণ সম্পাদক ইয়াসিন খান, ফজলুল করিম, মর্তুজ আলী, স্বপন রায় প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //