গৌরনদীতে বোমা বিস্ফোরণে পুলিশ এসআইসহ আহত ৩

বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা এলাকার মৃত রাজু  হাওলাদারের ছেলে মাসুম হাওলাদারের (৪০) বাড়ির বাথরুমে সোমবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের রেখে যাওয়া শক্তিশালী বোমা অপসারণ করতে গিয়ে আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন, কনস্টেবল মো. মিজানসহ তিনজন মারাত্মকভাবে জখম হয়েছেন।

আহত দুই পুলিশকে বরিশাল পুলিশ হাসপাতালে ও মাসুম হাওলাদারকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম জানান, উপজেলার বড় কসবা গ্রামের মাসুম হাওলাদার বাড়ির বাথরুমে ব্যাগভর্তি বোমা রেখে যায় কে বা কারা। মঙ্গলবার সকালে গৃহকর্তা মাসুম হাওলাদার বাথরুমে গিয়ে ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে ৯৯৯ ফোন দেন। ফোন পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বোমা অপসারণের কাজ শুরু করেন।

ব্যাগভর্তি ৬/৭টি বোমা উদ্ধার করে পানির বালতিতে রাখতে গেলে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়ে বালতি উড়ে যায়। এসময় বোমার স্প্রিন্টারের আঘাতে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন, কনস্টেবল মো. মিজান ও বাড়ির মালিক মাসুম হাওলাদার মারাত্মকভাবে জখম হন।

খবর পেয়ে আরো পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন, কনস্টেবল মো. মিজানকে বরিশাল পুলিশ হাসপাতালে ও মাসুম হাওলাদারকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা সেখানে চিকিৎসা নিচ্ছে।

পুলিশ ঘটনাস্থল থেকে বোমায় মোড়ানো লাল কালো টেপ, জারের কাঠি, লোহার পাতসহ বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে। গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //