শেরপুরে শিশু ও বসন্ত বরণ উৎসব পালিত

দিন ক্ষণ মেপে, অনেকটা উচ্ছলতা নিয়ে বসন্ত এলো উত্তরের পাহাড়ি জনপদ শেরপুর নালিতাবাড়ী পৌরশহরের সেঁজুতি অঙ্গনে। তারপর বাদ্যযন্ত্রে রাজ্যের সুরে সে ধরা দিয়েছে নাগরিক জীবনের চঞ্চলতায়।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সেঁজুতি বিদ্যানিকেতনের আয়োজনে সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হলো শিশু ও বসন্ত বরণ উৎসব। উৎসবে যাপিত জীবনের সীমাবদ্ধ গণ্ডি পেরিয়ে গাওয়া হলো বসন্তের গান।

আয়োজনে প্রথমেই ছোট শিশুরা লালপেড়ে হলুদ শাড়ি, খোঁপায় গাঁদাফুলে বসন্ত ঋতুর সাজে আবীর মেখে বসন্ত উৎসবের শুভ সূচনা করে। এরপর বসন্তের আবাহন পাঠ করেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী।

পরে সেঁজুতি অঙ্গন থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা লাল আর বাসন্তী রঙের সাজে। শোভাযাত্রায় যুক্ত হোন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সিনিয়র সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, সাংবাদিক শাহাদাত তালুকদার প্রমুখ। 

গুণগুণিয়ে সুর ওঠে বসন্ত জাগ্রত দ্বারে! সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে অনুষ্ঠিত হয় বসন্তকথন পর্ব।  

এই পর্বে বক্তব্য উপস্থাপন করেন নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ তৌহিদুল ইসলাম খোকন, অভিভাবক সাইদুল ইসলাম, শিক্ষক মাহমুদুল আহসান, প্রভাষক স্বপ্না চক্রবর্তী, লিটন, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //