লক্ষ্মীপুরে কর কর্তন ও জমাদান বিষয়ক মতবিনিময়

‘সবাই মিলে দেবো কর, দেশ হবে স্বনির্ভর, আয় করে প্রবৃদ্ধি, দেশ দশের সমৃদ্ধি’ এমন প্রতিপাদ্যকে সামনে নিয়ে লক্ষ্মীপুরে আয়কর আইনে উৎসে কর কর্তন ও জমাদান বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার মো. গোলাম কবীরের সভাপতিত্বে শহরের বাগবাড়ি এলাকায় ঐতিহ্য কনভেনশন সেন্টার এন্ড চাইনিজ রেস্টুরেন্টে স্টেকহোল্ডারদের সাথে এ সভার আয়োজন করা হয়।

এসময় দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সময় মতো কর দিয়ে দেশকে সমৃদ্ধিশালী করতে সহযোগিতা করার আহ্বান জানান অতিথিরা।

মতবিনিময় সভায় অতিথি হিসেবে ছিলেন, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ, যুগ্ম কর কমিশনার আবদুল মালেক, কর কর্মকর্তা এস এম মেহেদী হাসান ও হেজবুন বারি খান।

এর আগে অতিথিদের ফুল দিয়ে বরন করেন লক্ষ্মীপুর কর অঞ্চলের কর্মকর্তারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //