শেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ খেলার শুভ উদ্বোধন করেন সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। 

এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. নুরন নবী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার পারভেজ, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও বিলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসাইন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি শহীদ সুরাওয়ারর্দী, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মনোয়ারা বেগম, বাকাকুড়া আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম, বনগাঁও চতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আইসিটি সম্পাদক মো. জাহিদুল ইসলাম, গিলাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াছিন আলী, বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইদুজ্জামান, ডাকাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক উম্মে কুলসুম প্রমুখ।

উল্লেখ্য, ঝিনাইগাতী উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ১৩ ও ১৫ ফেব্রুয়ারি দুইদিন ব্যাপী উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় প্রথম দিন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ৭টি ইউনিয়নের বাছাইকৃত শিক্ষার্থীরা, ৫০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, টেনিস বল নিক্ষেপ, উচ্চ লাফ, ক্রিকেট বল নিক্ষেপ, ভারসাম্য দৌড়, অংক দৌড়সহ আরও বিভিন্ন ক্রীড়ায় অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //