শেরপুরে বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত সাইফুল্লাহকে সংবর্ধনা

শেরপুর জেলার প্রথম বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত মূলধারার কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

স্থানীয় কবি-সাহিত্যিকদের আয়োজনে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি কবি ও সাংবাদিক রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় জাদুঘরের সাবেক কিউরেটর কবি ও গবেষক ড. শিহাব শাহরিয়ার। 

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কবি আইয়ুব আকন্দ বিদুৎ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন শেখ ফজিলাতুননেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের ডীন ও শিক্ষাবিদ ড. সধাময় দাস।

এছাড়া আলোচক ছিলেন শেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলীম তালুকদার, কবি সংঘের সভাপতি কবি ও সাংবাদিক তালাত মাহমুদ, গাঙচিল সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, চারুধ্বনি ছড়া পরিষদের সভাপতি শিশু সাহিত্যিক মোস্তাফিজুল হক, সহকারী অধ্যাপক হাদিউল ইসলাম জুয়েল, সাহিত্যলোকের সভাপতি আরিফ হাসান, কবি জ্যোতি পোদ্দার।

এসময় কবি ও বাচিক শিল্পী পলি পারভিন এবং সিনথিয়া শারমিন কবিতা পাঠ করেন।

সবশেষে শেরপুরের উদিয়মান লেখক হামিদা কায়সারের কাব্যগ্রন্থ ‘প্রার্থিত সুন্দর’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //