নীলফামারী প্রেসক্লাবের সভাপতি সিয়াম, সম্পাদক নুর আলম

উৎসাহ আর উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হয়েছে নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনে মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি এ.বি এম মঞ্জুরুল আলম সিয়াম সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি নুর আলম সাধারণ সম্পাদক বিজয়ী নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) নীলফামারী প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২১টি পদে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। ৩৯টি ভোটের মধ্যে সভাপতি পদে ২৬টি ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন এবিএম মঞ্জুরুল আলম সিয়াম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শীষ রহমান পেয়েছেন ১২টি ভোট। অপর দিকে, সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র নীলফামারী জেলা প্রতিনিধি নুর আলম ২১টি ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি, এটিএন বাংলা ও এটিএন নিউজের নীলফামারী জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন পেয়েছেন ১৭টি ভোট। 

যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুভাস বিশ্বাস ও আব্দুর রশিদ শাহ বিজয়ী নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে বিজয়ী নির্বাচিত হয়েছেন আতিয়ার রহমান বাড্ডা, মুহাম্মদ হামিদুল্লাহ সরকার, হাকিম মোস্তাফিজুর রহমান ও আনোয়ারুল আলম প্রধান। দপ্তর সম্পাদক পদে ২২ ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের নীলফামারী জেলা প্রতিনিধি রাজীব চৌধুরী রাজু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন দেনিক শিক্ষা অনলাইনের নীলফামারী জেলা প্রতিনিধি একরামুল হক লাবু। তিনি পেয়েছেন ১৬ ভোট। এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাসির উদ্দিন শাহ, অর্থ সম্পাদক পদে এম আবুল হোসেন শাহ এবং নির্বাহী সদস্য পদে মোস্তফা আবিদ, কাজী মাহবুবুল হক দোদুল, তৈয়ব আলী সরকার, নুর আলম সিদ্দিকী দুলাল, আরিফুল ইসলাম, মুশফিকুর রহমান সৈতক ও নুরে আলম বাবু বিজয়ী হয়েছেন। এছাড়াও ক্রীড়া সম্পাদক পদে মোশারফ হোসেন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে মনিরুল হাসান শাহ আপেল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আলিফ নুরা রীনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী নির্বাচিত হয়েছেন। ভোট গণনার পর এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনী বোর্ড। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //