গাজীপুরের সড়ক দুর্ঘটনায় ডুয়েট শিক্ষক ও উবার চালক নিহত

গাজিপুরের টঙ্গীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডুয়েট শিক্ষক ও উবার চালক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গীতে বিআরটিএ সড়কের ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ডুয়েট শিক্ষক রামকৃষ্ণ সাহা টাঙ্গাইলের বাসাইল থানার কাঞ্চনপুর গ্রামের রাবিন্দ্র নাথ শাহার ছেলে ও গাজীপুরের ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং উবার চালক দিদারুল আলম দিদার নারায়নগঞ্জ জেলার আড়াইহাজারের মৃত আব্দুল বাতেন ভূইয়ার ছেলে। 

‌জিএম‌পি টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, উবারের মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন শিক্ষক রামকৃষ্ণ। বিআরটিএ ফ্লাইওভারে চেরাগআলী কাদেরিয়া গেট সংলগ্নে পৌঁছালে সামনের একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী প্রভাতী বনশ্রী পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে উবার চালক নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় শিক্ষককে উদ্ধার করে শহীদ আহসান উল্লা মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসের ড্রাইভার ও হেলপার পালিয়েছে। তবে ঘাতক বাসটি জব্দ করা হ‌য়ে‌ছে। আইনি কার্যক্রম চলমান আছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //