মাতৃভাষা দিবসে নাকুগাঁও স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) দেশের অন্যতম স্থলবন্দর নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আগামী বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে আবারো এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে বলে দুই পাড়ের বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।

নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উভয় দেশে সরকারি ছুটি ঘোষণা করায় বুধবার নাকুগাঁও স্থলবন্দরের সকল কাজকর্ম বন্ধ থাকবে। সে কারণে এ পথে কোন আমদানি-রপ্তানি কার্যক্রম হবে না। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি চলবে।

নাকুগাঁও স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, সরকারি ছুটি থাকায় এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বুধবার বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। এছাড়া আগামী বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //