পঞ্চগড়ে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সীমান্ত এলাকায় বন্য হাতির আক্রমণে নুর জামান (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। হাতি দুইটি ভারতী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক। মৃত নুর জামান একই এলাকার আবুল হোসেনের ছেলে।

জানা গেছে, আজ মঙ্গলবার সকালে ভারত থেকে সীমান্তের কাঁটাতার ভেঙে বাংলাদেশের কাশিমগঞ্জ গ্রামের একটি ভুট্টা খেতে ঢুকে পড়ে বন্য হাতি দুটি। ভুট্টা খেতে দিনভর হাতি দুটি অবস্থান করে। বিকেলের দিকে ভুট্টা খেত থেকে বের হয়ে হাতি দুটি পাশের চা বাগানে আসে। স্থানীয় বাসিন্দারা হাতি দুইটিকে তাড়াতে কিছুটা সামনে এগিয়ে যান। এই সময় হাতিও সামনের দিকে এগিয়ে আসে। স্থানীয় লোকজন দৌড়ে পালিয়ে গেলেও নুর জামান পড়ে যান এবং হাতির আক্রমণের শিকার হন। হাতি কিছুটা সরে গেলে স্থানীয় লোকজন নুর জামানকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠান। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুর জামান।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রহিমুল ইসলাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //