গুণগতমান সম্পন্ন বীজআখ উৎপাদন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে গুণগতমান সম্পন্ন বীজআখ উৎপাদন ও বিস্তারের কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মোবারকগঞ্জ চিনিকলের প্রশিক্ষণ ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মোবারকগঞ্জ চিনিকলের কৃষি বিভাগীয় কর্মকর্তা, সিডিএ ও সিআইসিসহ ৮৫ জন কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তার প্রকল্পের আওতায় এ কর্মশালায় বিএসআরআই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. শামসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. ওমর আলী।

বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইমাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম, সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাঈদা খাতুন, মোবারকগঞ্জ চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডলসহ অন্যান্যরা।

কর্মশালায় বক্তারা গুণগতমান সম্পন্ন বীজআখ উৎপাদনে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং চিনিকল বাঁচিয়ে রাখতে চিনির উৎপাদন বাড়ানোর প্রতি গুরুত্বআরোপ করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //