কুষ্টিয়ায় ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলার বৈদ্যনাথতলা গ্রাম থেকে ২৫৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে র‌্যাব-১২ সিপিসি-১ কোম্পানির একটি চৌকস অভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

র‌্যাব-১২ কুষ্টিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-১২ কুষ্টিয়া কোম্পানির সিপিসি-১ এর একটি চৌকস অভিযানিক দল মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে দৌলতপুর উপজেলার বৈদ্যনাথতলা গ্রামে অভিযান পরিচালনা করে।

এসময় চরদিয়াড় গ্রামের মো. লুৎফর মালিথার ছেলে ফৌরদোস মালিথা(৪২), বৈদ্যনাথতলা গ্রামের মৃত শাহাদত মালিথার ছেলে মো. সাজদার হোসেন (৪৩) ও বৈদ্যনাথতলা গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে মো. বজলুর রহমানকে (৩৮) গ্রেপ্তার করে ২৫৯ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

যার মূল্য ৭ লাখ ৭৭ হাজার টাকা বলে জানায়। আটককৃতদের স্বীকারোক্তিতে তারা জানায় দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা চালিয়ে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

অপর দিকে সোমবার ভোরে কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুরে পৃথক অভিযান পরিচালনা করে ৩২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে।

এসময় একটি ড্রাম ট্রাক, একটি কভার্ডভ্যানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানায় র‌্যাব-১২।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //