মেঘনায় মার্চ-এপ্রিল মাছ ধরা বন্ধ

আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জাটকা ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে।

এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক সুরাইয়া জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিয়াংকা দত্ত, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান, রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়ালসহ বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ, কোস্টগার্ড, নৌপুলিশসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক সুরাইয়া জাহান মার্চ এপ্রিল ২ মাস নদীতে যেকোনো ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ অভিযান চালানোর নির্দেশ দেন।

এসময় বরফকল সমূহের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্নসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন অতিথিরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //