লক্ষ্মীপুরে ৩ জাহাজ শ্রমিক নিখোঁজ, একজনের মৃতদেহ উদ্ধার

চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরে বালুভর্তি একটি জাহাজ ডুবে নিখোঁজ ৪ শ্রমিকের মধ্যে নবীর হোসেনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের মিরসরাই এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের চাচাতো ভাই মেজবাহ উদ্দিন হৃদয় বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

নবীর হোসেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বালুরচর গ্রামের মো. ইব্রাহীম বেপারির ছেলে। তিনি শ্রমিক হিসেবে কর্মরত ছিল। এ ঘটনায় একই বাড়ির মো. আইয়ুব আলির ছেলে সুকানি আবদুল মান্নান (৩০) এবং ইঞ্জিন মিস্ত্রী আবদুল হান্নান (২১) এখনো নিখোঁজ রয়েছে।  

পরিবারের বরাত দিয়ে মেজবাহ উদ্দিন হৃদয় জানান, তার তিন চাচাতো ভাই গত ২৫ ফেব্রুয়ারি তারিখে চট্টগ্রাম থেকে বালুভর্তি জাহাজ (নৌযান) নিয়ে সন্দ্বীপ যাচ্ছিলেন। পথে মধ্যে তাদের নৌযানটি ডুবে তারা চারজন নিখোঁজ হন।

অন্য জাহাজের শ্রমিকের মাধ্যমে তারা এ খবরটি জানতে পেরে বিভিন্ন মাধ্যমে তাদের খোঁজ নিচ্ছিলেন। 

রামগতি থানার ওসি মো. মোসলেহ উদ্দিন জানান, এ ঘটনাটি তাদের জানা ছিল না। নিখোঁজ ব্যক্তিদের পক্ষ থেকে থানায় জানানো হয়নি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //