মানিকগঞ্জে স্কুলছাত্রীর ভাসমান লাশ উদ্ধার

মানিকগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সামিয়া আক্তারের (১৫) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কুশের চর এলাকার কালিগঙ্গা নদীর তালাপ্পার ঘাট থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সামিয়ার বাবা সাইফুল ইসলাম। তিনি মানিকগঞ্জের মুলজান পল্লীবিদ্যুৎ অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত আছেন।

জানা গেছে, দুদিন থেকে নিখোঁজ ছিল সামিয়া। এ বিষয়েব শনিবার রাতে (২ মার্চ) সদর থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়। আজ সকাল ৯টায় স্থানীয়রা কালিগঙ্গা নদীর তালাপ্পা ঘাটে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশের উপস্থিতিতে তার বাবা সাইফুল ইসলাম লাশটি তার মেয়ের বলে শনাক্ত করে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, লাশটি স্কুল শিক্ষার্থী সামিয়ার বলে তার বাবা শনাক্ত করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //