বেনাপোল বন্দরে সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের কর্মবিরতি

ভারত থেকে আমদানিকৃত পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরের স্কেলে ওজন করার পর খালি ট্রাক ওজনের বাধা দেওয়ার প্রতিবাদে বন্দর ব্যবহারকারী সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে।

আজ বুধবার  (৬ মার্চ) দুপুর থেকে এ কর্মবিরতির ডাক দেওয়া হয়।

বেনাপোল আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, পণ্যবোঝাই ট্রাক স্কেলে ওজন করে ফিরে যাওয়ার সময় খালি ট্রাক ওজন না করলে পণ্যের সঠিক ওজন নির্ণয় করা সম্ভব হয় না। ওজনের তারতম্য আমদানিকারকদের গুনতে দুইশ প্রাসেন জরিমানা।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারত থেকে পণ্য বোঝাই যেসব ট্রাক বেনাপোল বন্দরে আসে পণ্যসহ প্রতিটি ট্রাকই বন্দর স্কেলে ওজন করা হয়ে থাকে। বন্দরে পণ্য আনলোড করে ফিরে যাওয়ার সময় খালি ট্রাকগুলো ওজন করা হয়ে থাকে। কিন্তু আজ দুপুর ১২ টার দিকে বন্দর কর্তৃপক্ষ খালি ট্রাক ওজনে বাধা প্রদান করে। এরই প্রতিবাদে বন্দর ব্যবহারকারি হিসাবে আমরা কর্মবিরতির ডাক দিয়েছি। এর সুষ্ঠু সমাধান  না হওয়া প্ল্ন্ত এ কর্মবিরতি চলতে থাকবে।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, খালি গাড়ি ওজনের একটা নিয়ম আছে। খালি গাড়ি ওজন করতে হলে লিখিত আবেদন করতে হবে। আবেদন করলে ওজনের সুযোগ আছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //