উখিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় সড়ক দুর্ঘটনায় এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এসময় আরো পাঁচজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, একটি অটোরিকশা করে কুতুপালং বাজার-বালুখালী যাওয়ার পথে পেছন দিক থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এসময় পথচারী মৌলভী ইদ্রিস গুরুতর আহত হন। তাৎক্ষণিক পাশের এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রোহিঙ্গা হলো উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ-৫ ব্লকের বাসিন্দা সৈয়দ আহমদের ছেলে মৌলভী ইদ্রিস (৪৭)।

গুরুতর আহতরা হলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়ার বাসিন্দা আব্দুস ছালামের ছেলে গাড়ি চালক খায়রুল বাশার (৪০), উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের বাসিন্দা আব্দুল বাশারের ছেলে নুরুল আমিন (৫০), একই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল আমিনের ছেলে কলিম উল্লাহ (২০), উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা অলি আহাম্মদের স্ত্রী রহিমা খাতুন (৫০) ও অলি আহমদের ছেলে নুর হাসিম (১২)।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ নাজমুল হোসেন।

তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে এবং গুরুতর আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে৷ দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //