মাদারীপরে ডিবি পরিচয়ে অপহরণ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

মাদারীপরে মাক্রোবাসাসহ ডিবি পরিচয়ে অপহরণ চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার পুলিশ। আজ বুধবার (১৩ মার্চ) দুপুরে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান মাদারীপুর পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হাসান।

পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হাসান জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে অপহরণের খবর পেয়ে পুলিশ রাজৈর থানাধীন নয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাইক্রোবাসটিকে থামাতে সক্ষম হয়। থামানোর পর মাইক্রোবাস থেকে ভিকটিমকে উদ্ধার করে। এসময় পিরোজপুর জেলার পাড় সাতুরিয়া থানার ডুমজুরি গ্রামের মো. আব্দুল মান্নান হাওলাদারের ছেলে মো. সোহেল হাওলাদার (৩২), মো. আলতাব খানের ছেলে মো. তালেব খান (২৯), মৃত- মুনসুর আলী গাজীর ছেলে মো. জসিম উদ্দিন ওরফে সবুজ গাজী (৪০), চিরাপাড়া গ্রামের মো. ছালেক শরিফের ছেলে মো. মিরাজ শরিফ (৩৫) ও বিড়ালজুরি গ্রামের মৃত আলী আকবার হাওলাদারের ছেলে মো. খাইরুল ইসরাম হাওলাদার (৩৮) ও পাড় সাতুরিয়া  গ্রামের মৃত কেএম রুহুল আমিন খলিফার ছেলে জুনায়দুল আমিনকে (৪৫) আটক করা হয়।

এ বিষয়ে রাজৈর থানায় একটি মামলা রুজু হয়েছে। এই ঘটনায় অপহরণকারীদের ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন- মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস মো. মনিরুজ্জামান ফকির, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, এএসপি (শিবচর সার্কেল) রব্বানী হোসেন, রাজৈর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান হাওলাদার প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //