মানিকগঞ্জে বেশি দামে ফল বিক্রি করায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জে বেশি দামে ফল বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকার ফলপট্টিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাছুমা আক্তার।

অভিযান সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসে ফলের চাহিদা বৃদ্ধির সুযোগকে কাজে লাগাচ্ছে মানিকগঞ্জের কিছু অসাধু ব্যবসায়ী। তারা চড়া দামে খেজুর, আপেল, কমলা, তরমুজ ও সবজি বিক্রয় শুরু করেছে। এরকম ৬টি প্রতিষ্ঠানকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাছুমা আক্তার জানান, মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক দামে ফল বিক্রি ও বিভিন্ন অপরাধের দায়ে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যহ্যত থাকবে বলেও জানান তিনি। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //