ঝিনাইদহে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ঝিনাইদহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (১৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের।

এসময় মূল্য তালিকা না থাকা, রঙিন চিপস বিক্রি করা, উৎপাদিত মুড়ির বাজার জাতকরণের সময় মেয়াদ না দেওয়ার অপরাধে শহরের নতুন হাটখোলা, টহ বাজার ও এইচএসএস সড়কের ৩টি প্রতিষ্ঠানে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা ক্যাবের সাধারণ সম্পাদক শরিফা খাতুনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //