ঝিনাইদহে মানবপাচার মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে ভাই-বোন ও ভাগিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক।

আজ বুধবার (২০ মার্চ) ঝিনাইদহ মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মহেশপুর উপজেলার নলপাড়া গ্রামের মৃত আলী কদর মন্ডলের মেয়ে মোছা. রওশনারা বেগম ওরফে বুড়ি বেগম, তার ভাই মো. ছানোয়ার হোসেন ও তার ছেলে বাপ্পী।

আদালতের সংক্ষিপ্ত রায়ে জানা যায়, আসামিরা ২০১১ সালের ২৮ ডিসেম্বর লাবনী খাতুন অপুকে ভালো কাজ ও ভালো বেতন দেওয়ার কথা বলে নিয়ে আসে তার মা রহিমা খাতুনের কাছ থেকে। আসামিরা লাবনীর মার সাথে তিন মাস কোন যোগাযোগ করেনি। তার মা মেয়েকে ফেরত চাইলে আসামিরা ঘুরাতে থাকেন। এরপর আসামিরা তার মেয়েকে ফেরত দিতে অস্বীকার করেন। আসামিরা তার মেয়েকে যৌনকর্ম করার উদ্দেশ্যে বিদেশে পাচার করেন। তার মা রহিমা খাতুন বাদী হয়ে ২০১২ সালের ১৩ মে তিনজনকে আসামি করে সদর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি এজাহার দায়ের করেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত তিনজনকে মানবপাচার প্রতিরোধ দমন আইনের ২০১২ এর ৭ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। একই সাথে পাঁচ লক্ষ টাকা অর্থ দণ্ডে দণ্ডিত অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //