সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে আঁতাত করেছে শাসকশ্রেণি: বাসদ

সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, মৌলবাদী, সাম্প্রদায়িক শক্তি ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেই সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিকে পরাজিত করেছিল। স্বাধীনতার পরে শাসকশ্রেণি, তাদের রাষ্ট্রক্ষমতায় থাকা ও যাওয়ার জন্য এসব সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে আঁতাত করেছে।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বজলুর রশীদ ফিরোজ বলেন, স্বাধীনতার জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে বলতে চাই, স্বাধীনতার যে মূল চেতনা, আকাঙ্ক্ষা ছিল, যে লক্ষ্য নিয়ে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি। সেখানে আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র রক্ষা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও সেই গণতন্ত্র অধরা। ভোটাধিকার নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবন দিশেহারা, লুটপাট, দুর্নীতি, দুঃশাসন বিরাজ করছে। সেই অবস্থার হাত থেকে মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তির চেতনা, সাম্যের চেতনা, সেটা আসেনি।

তিনি আরো বলেন, মৌলবাদী, সাম্প্রদায়িক শক্তি ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেই সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিকে পরাজিত করেছিল। স্বাধীনতার পরে শাসক শ্রেণি, তাদের রাষ্ট্রক্ষমতায় থাকা ও যাওয়ার জন্য এসব সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে আঁতাত করেছে। তাদের প্রত্যক্ষ আশ্রয় এবং প্রশ্রয়ে এই সাম্প্রদায়িক শক্তি এখনো বাংলার মাটিতে রয়েছে। আমরা মনে করি, ক্ষমতায় থাকা রাজনৈতিক শক্তির কারণেই সাম্প্রদায়িক শক্তি রয়েছে।

এসময় তার সঙ্গে বাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //