নেত্রকোণায় ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ৪

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ছাত্রলীগের এক গ্রুপের নেতৃত্বে অপর গ্রুপের ওপর হামলার অভিযোগ উঠেছে।

হামলায় পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিবসহ (২৮) চার ছাত্রলীগ নেতা আহত হন।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় অন্যান্য আহতরা হলেন, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রনি বেপারী (২৫), দপ্তর সম্পাদক সালমান হাসান (২৫) ও ছাত্রলীগ নেতা রহুল আমীন (২৬)।

উপজেলা ছাত্রলীগ ও স্থানীয় একাধিক বাসিন্দা জানান, মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিবের নেতৃত্বে ছাত্রলীগের নেতা কর্মীরা পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ শেষে ফেরার পথে উপজেলা ছাত্রলীগের অপর গ্রুপের নেতৃত্বে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তার সমর্থকদের ওপর অতর্কিত হামলা করে। হামলায় পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিবসহ চার ছাত্রলীগ নেতা আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে গুরুতর আহত উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রনি বেপারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হামলার ঘটনায় পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিব বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্লোগান সহকারে ফেরার পথে উপজেলা চত্বরেই উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই স্থানীয় সাব্বীর আহমেদের নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল আমাদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। কেন, কি, কারণে আমাদের ওপর হামলা করেছে তা আমাদের জানা নেই।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ বলেন, আমাদের অনুষ্ঠান নিয়ে আমরা ব্যস্ত। উপজেলা পরিষদের মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের হামলার ঘটনায় আমরা জড়িত না। 

এ বিষয়ে পূর্বধলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজনী আখতার বলেন, উপজেলা প্রশাসনের সামনে কোনো ঝগড়া বা মারামারির ঘটনা ঘটেনি। আমি আমার ব্যবহৃত গাড়ি নিয়ে উপজেলা পরিষদের মূল ফটক দিয়ে প্রবেশ করেই স্মৃতি স্তম্ভের পাশেই লোকজন দেখতে পাই। তখন জানতে পারি সেখানে হামলার ঘটনা ঘটছিল।

হামলার ঘটনায় জানতে চাইলে নেত্রকোণা জেলার পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পারলাম পূর্বধলা সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি হৃদয় খান নাঈম ও ছাত্রলীগ নেতা সাব্বীর আহমেদের নেতৃত্বে অতর্কিতভাবে হামলার ঘটনা ঘটে। পুলিশ এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এখনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //