লালমনিরহাটে জিংক ধানের বৈশিষ্ট্য ও বাজারজাতকরণে মতবিনিময়

লালমনিরহাটে জিংক ধানের বৈশিষ্ট্য ও বাজারজাতকরণে নীতিনির্ধারক এবং সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৭ মার্চ) লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সভা কক্ষে হারভেষ্ট প্লাস প্রকল্পের সহযোগিতায় নজীর (নতুন জীবন রচি) আয়োজনে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

মতবিনিময় সভা বক্তব্য রাখেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ আলম, নজীর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, প্রবন্ধ উপস্থাপন করেন হারভেষ্ট প্লাস প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. মজিবুর রহমান, নজীরের সমন্বয়কারী মোশাররফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে মিলমালিক কৃষক ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ২৫ জন কৃষক অংশ নেন। সভায় জিংক ধানের বৈশিষ্ট্য ও জিংকের উপকারিতা বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //