নকল বীজে ক্ষতিগ্রস্ত কৃষক, ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন

শেরপুরের সদর উপজেলার তাতালপুর সোনাবরকান্দা গ্রামের প্রায় অর্ধশত কৃষক নকল ধান বীজ ব্যবহার করে চারা রোপণ করে ফলন না পেয়ে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত মানববন্ধন শেষে তারা নকল বীজ বিক্রয় প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণের দাবিতে জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন দিয়েছেন।

এসময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান এর কাছে স্বরলিপি প্রদান করেন। এসময় তিনি কৃষকদের সমস্যার কথা শুনে তদন্ত করব ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষকরা জানায়, স্থানীয় ডিলারদের কাছ থেকে দুই মাস আগে বিভিন্ন কোম্পানির বীজ ধান ক্রয় করে রোপণ করেন তারা। কিন্তু বর্তমানে আশপাশের জমিতে ধান গাছের ফলন আসলেও তাদের ধান গাছে ফলন তো দূরের কথা গাছই বড় হয়নি। এছাড়া ধান গাছের পাতাগুলো বিবর্ণ হয়ে মরে যাচ্ছে। তারা আরো জানায়, সোনাবরকান্দা গ্রাম ছাড়াও আশপাশের অনেক গ্রামে প্রায় ২০০ একর জমিতে এ ধানের চারা নষ্ট হয়ে গেছে।

এ বিষয়ে কৃষকরা ডিলার মোখলেছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানায়, বীজ এর কারণে নয়, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোন কারণে ধানের ক্ষতি হতে পারে। এছাড়া তাদের সমস্যার কথা শুনে আমি পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত কোম্পানিগুলোর মধ্যে ইস্পাহানি কোম্পানির মার্কেটিং ম্যানেজার উত্তমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানায় মাঠ পর্যায়ে দেখে পরে বিস্তারিত বলতে পারবেন। তবে বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

দ্রুত সংশ্লিষ্ট বীজ কোম্পানি অথবা ডিলারদের কাছ থেকে এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের  ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা উচিত বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //