অতিরিক্ত ভাড়া চাওয়ায় যাত্রীদের মারধরে চালক ও সুপারভাইজারের মৃত্যু

সাভারের আশুলিয়ায় অতিরিক্ত ভাড়া চাওয়ায় যাত্রীদের মারধরের শিকার হয়ে বাসের চালক ও সুপারভাইজারের মৃত্যু হয়েছে। সোমবার (৮ এপ্রিল) রাতে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ইতিহাস পরিবহনের চালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও একই বাসের সুপারভাইজার ময়মনসিংহের ফুলপুর এলাকার হৃদয় (৩০)।

জানা গেছে, এদিন দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে বাসের চালক সোহেল রানা বাবু ও সুপারভাইজার হৃদয়ের সঙ্গে বাকবিতন্ডা শুরু হয় যাত্রীদের। একপর্যায়ে যাত্রীরা বাবু ও রানাকে মারধর করেন। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান বলেন, ‘এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেইসঙ্গে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //