নাকুগাঁও স্থলবন্দর টানা ৬ দিন বন্ধ

ঈদ ও বাংলা নববর্ষ উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকবে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর। তবে ঈদের দিনসহ প্রতিদিন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

গতকাল সোমবার (৮ এপ্রিল) নাকুগাঁও স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক (এডি) মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দরের আমদানি রফতানি ও লোড-আনলোডসহ সকল কার্যক্রম ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ৬ দিন বন্ধ থাকবে। ১৫ এপ্রিল থেকে স্থল বন্দরের সকল কার্যক্রম আবারো শুরু হবে। তবে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এই ইমিগ্রেশন চেকপোস্ট ঈদের দিনও খোলা থাকবে।

তিনি আরো জানান, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বন্ধ তিনদিন থাকলেও দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে নাকুগাঁও স্থল বন্দর ৬ দিন বন্ধ থাকবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //