ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় চিনিসহ আ.লীগ নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারত সীমান্ত পথে অবৈধভাবে আসা ৫০ বস্তা চিনিসহ নুরুন্নবী আজমল (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে গোয়েন্দা সদস্যরা।

গতকাল সোমবার (৮ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত নুরুন্নবী আজমল ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি কসবা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাকারবারি নুরুন্নবী আজমলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বসত বাড়ির সামনের মূল গেটে ১০ বস্তা ভারতীয় চিনিসহ হাতেনাতে নুরুন্নবী আজমলকে আটক করা হয়। তবে তার সাথে থাকা জনি নামে অপর একজন সহযোগী পালিয়ে যায়। পরে আটক আজমলের দেওয়া তথ্য মতে বায়েক আলহাজ্ব শাহ আলম কলেজের সামনের রাস্তা থেকে আরো ৪০ বস্তা অবৈধ পথে আসা চিনি জব্দ করা হয়।

তিনি আরো জানান, মোট ৫০ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //